ভ্রমনে যা্ওয়ার আগে যা যা করনীয়.......

আসুন জেনে নেই প্রয়োজনীয় বিষয়গুলো;_
বের হওয়ার আগে জেনে নিন কোথায় যাচ্ছেন। সেখানকার বর্তমান আবহাওয়া,যোগাযোগ ব্যবস্থা, সামাজিক অবস্থা সম্পর্কে ভাল ভাবে খোঁজ নিন। সেই অনুযায়ী পোশাক পরিচ্ছদ এবং অন্যান্য বিষয়াদি নির্বাচন করুন।
ভ্রমনের আগে পরিবহন সম্পর্কে নিশ্চিত হউন। অগ্রীম টিকেট কেটে নিবেন। সম্ভব হলে ফিরতি টিকেট নিশ্চিত হয়ে নিন।
রাতে কোথায় থাকবেন তা সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। প্রয়োজনে আগে থেকেই থাকার জায়গা ঠিক করে ফেলুন। সঙ্গে যেহেতু নগদ টাকা সহ দামী জিনিস থাকতে পারে সেজন্য অবশ্যই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় আনুন।
প্রয়োজন না হলে দামী মোবাইল, ট্যাব বহন না করাই ভালো। যাওয়ার সময় অবশ্যই এগুলো চার্জার সাথে করে নিয়ে যাবেন। সব জায়গায় বিদ্যুত পাবেন এমনটা নাও হতে পারে। এছাড়া চার্জ দেওয়ার জন্য যাতে সময় ব্যয় করতে না হয় সে জন্যপ্রয়োজনে পোর্টেবল চার্জার সাথে করে নিয়ে যাবেন।
ভ্রমণ মানেই আবহাওয়া পরিবর্তন। খাবার দাবারের পরিবর্তন। যারা যে স্থানের পানি এবং খাবার খেতে পারেন তাদের জন্য কোন সমস্যা নেই কিন্তু যারা পারেন না তারা অবশ্যই বোতলজাত পানি খাবেন। সঙ্গে রাখবেন। সম্ভব হলে শুকনো খাবার যেমন বিস্কুট. রুটি,খেজুর এইসব সঙ্গে রাখুন।
ভ্রমণে শরীর থেকে প্রচুর পরিমানে পানি বের হয়ে যায়। এছাড়া খাবারের পরিবর্তনে পেটে সমস্যা হতে পারে। বেশী করে স্যালাইন পান করুন। তবে প্রেসারের বিষয়টি অবশ্যই অবগত থাকবেন। খাবারের ব্যপারে সাবধানতা অবলম্বন করুন। যতটা সম্ভব ভারী খাবার পরিত্যাগ করুন। হালকা খাবার,শবজি জাতীয় খাবারকে প্রাধান্য দিন।
সাধারন কিছু রোগের ঔষধ সঙ্গে রাখুন। যেমন প্যারাসিটামল,গ্যাস্ট্রিক, পেইন কিলার। এছাড়া ছোট খাট কাটা ছেঁড়ায় লাগানোর মত এন্টিবায়োটিক ক্রিমএবং ব্যান্ডেজ এর কাপড় সাথে রাখুন।
প্রয়োজনের অতিরিক্ত কাপড় বহন করবেন না। বনে বাদাড়ে ঘুরতে গেলে সব সময়ই ফুল হাতা শার্ট বা গেঞ্জী ব্যবহার করবেন। সাথে পোকামাকড়ের কামড় থেকে বাঁচার জন্য ওডোমাস জাতীয় ক্রিম সঙ্গে রাখুন।
নতুন জুতো পড়ে ভ্রমণে যাবেন না। হাঁটার জন্য অবশ্যই পুরোনো নরম অথবা রাবারের স্যন্ডেল ব্যবহার করুন। খালি পায়ে হাঁটবেন না। রোদ থেকে বাঁচার জন্য সানস্ক্রিন ক্রিম এবং ক্যাপ ব্যবহার করুন।
যেখানেই বেড়াতে যান না কেন প্রকৃতি ও পরিবেশের দিকে লক্ষ্য রাখুন। বনেবাদাড়ে বা হাউরে অপচনশীল কোন পলিথিন, বোতল এগুলো ফেলে আসবেন না।
বন ঘুরে বেড়ানোর সময় যত সম্ভব নিরবতা পালন করুন। বন্য প্রানীদের হত্যা বা উত্যক্ত করবেন না। বন্য প্রানীদের খাবার দেওয়ার চেস্টা করবেন না। প্রয়োজনে বন বিভাগের কর্মকর্তাদের সহযোগীতা নিন।
রাঙামাটিতে আপনার আগমন শুভ হউক....কামনায়...গ্রীন ভ্যালী রেস্তোরা এন্ড বিরানী হাউজ.....যোগাযোগ: 01867929266----018679292
No comments:
Post a Comment